বাইশের বড়দিনে হঠাৎ ডোমেইন কিনে ফেললাম ফাঁকা পেয়ে। নাম খুব কমন হওয়ার কারণে কোথাও কখনও ঠিকঠাক মতো ইউজারনেম পর্যন্ত পাই নাই, ডোমেইন তো দূরের কথা। আগেরজন হয়তো রিনিউ করতে ভুলে গেছে।
প্ল্যান ছিলো কিছু লিখবো। কিন্তু টপিক নাই, তারউপর আমি অলস। এইটাই লিখার প্ল্যান ছিলো গতবছর, লিখতেছি মার্চের অর্ধেকে এসে। :)
দেখি সামনে হয়তো বই-টই আর দেশি মিথ নিয়ে লিখবো, নাহলে এইটাই লাস্ট পোস্ট।